চিরায়ত বাংলা কবিতা ও ছড়া

শৈশব-কৈশোরে শোনা বা পড়া কোন কোন কবিতা আমাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকে। স্কুলের ছাত্রজীবনের স্মৃতি বয়ে আনে কোন পঙ্‌ক্তি। কোন কোন অমর পঙ্‌ক্তি বিস্ময়করভাবে মূর্ত হয়ে ওঠে জীবনের কোন এক বাঁকে। কখনও কখনও আঁতি-পাঁতি করে খুঁজেও পাওয়া যায় না অনেক আগে পড়া ভুলে যাওয়া কোন কবিতার লাইন। এসব কথা মনে রেখেই আমার এই আয়োজন। আশা করি আপনাদের ভাল লাগবে, কারও কারও প্রয়োজনও মিটতে পারে। চেষ্টা করব আরও কিছু কবিতা সংযোজনের।

স্বীকার করছি, বানান বা বিরাম চিহ্নের ক্ষেত্রে ত্রুটি থাকতে পারে, তা নির্দেশ করলে কৃতজ্ঞতার সঙ্গে সংশোধন করে দেব। কোন কবিতার লিংক কাজ না করলে তাও দয়া করে জানাবেন। জানাবেন এই ই-মেইল ঠিকানায়:
alkamasiddiqui@yahoo.com

ইউনিকোড বাংলায় তৈরি করা এ পেজগুলো ঠিকভাবে দেখতে নিকস বা সোলায়মানলিপি ফন্ট দরকার হবে। এ ফন্টগুলো ইন্টারনেটে বিনামূল্যে পাওয়া যায়।